ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত বছরে উদ্যান ফসল তথা আলু, সবজি, মসলা, ফল ও ফুলের বাম্পার ফলন করতে সক্ষম হয়েছে। হর্টিকালচার উইং এর আওতাধীন হর্টিকালচার সেন্টার, সোবহানবাগ, সাভার, ঢাকা উদ্যান ফসল সম্প্রসারণে উল্লেখযোগ্য কার্যক্রম চলমান রেখেছে। এ কার্যক্রমে চাষীদের জন্য উন্নতমানের চারা/ কলম উৎপাদন ও বিতরন কার্যক্রম জোরদার করা হয়েছে। বিগত ১বছরে অত্র হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ৫৭০০০টি ফলদ চারা /কলম, ৭৪০০ টি ফুলের চারা/ কলম/,৫৭০০টি মসলার চারা/ কলম, ৮৭৫০০টি সবজি চারা, ১৩০০টি ঔষধী বৃক্ষের চারা এবং ২১০০টি শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা/ কলম উৎপাদিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS