Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমুহ

ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত বছরে উদ্যান ফসল তথা আলু, সবজি, মসলা, ফল ও ফুলের বাম্পার ফলন করতে সক্ষম হয়েছে। হর্টিকালচার উইং এর আওতাধীন  হর্টিকালচার সেন্টার, সোবহানবাগ, সাভার, ঢাকা উদ্যান ফসল সম্প্রসারণে উল্লেখযোগ্য কার্যক্রম চলমান রেখেছে। এ কার্যক্রমে চাষীদের জন্য উন্নতমানের চারা/ কলম উৎপাদন ও বিতরন কার্যক্রম জোরদার করা হয়েছে। বিগত ১বছরে অত্র হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ৫৭০০০টি ফলদ চারা /কলম, ৭৪০০ টি ফুলের চারা/ কলম/,৫৭০০টি মসলার চারা/ কলম, ৮৭৫০০টি সবজি চারা, ১৩০০টি ঔষধী বৃক্ষের চারা এবং ২১০০টি শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা/ কলম উৎপাদিত হয়েছে।